বাগাতিপাড়া প্রতিনিধি:নাটোরের বাগাতিপাড়া উপজেলা অফিসার্স ক্লাব এর আয়োজনে মাসব্যাপী শুরু হওয়া ইউএনও কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলায় কর্ণফুলী দল চ্যাম্পিয়ন হয়েছে। বুধবার অফিসার্স ক্লাব চত্ত্বরে অনুষ্ঠিত হয় ধানশিঁড়ি দলের সাথে কর্ণফুলী দলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলা শেষে বিজয়ীদের হাতে চাম্পিয়ন ট্রফি ও রানার্স অফ ট্রফি তুলে দেন স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। বাগাতিপাড়ার ইউএনও নাসরিন বানু ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। মাসব্যাপী এই ব্যাডমিন্টন টুর্নামেন্ট খেলায় পৃথক পৃথক নদীর নাম নিয়ে মোট ১৬টি দল অংশ নেয়। গত ২১ জানুয়ারী এ খেলা শুরু করা হয়েছিল।