রাসিক মেয়র লিটনের সাথে নরওয়ে রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহী লীড

তথ্যবিবরণী :রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ে রাষ্ট্রদূত সিডসেল ব্লেকেন। আজ নগরভবনে অনুষ্ঠিত এক মতবিনিময়ে রাজশাহীর উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন নরওয়ে রাষ্ট্রদূত।

সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন আজ বাংলাদেশে নিযুক্ত নরওয়ে রাষ্ট্রদূত সিডসেল ব্লেকেন সৌজন্য সাক্ষাতে আসলে তাঁকে বর্ণাঢ্য আয়োজনে বরণ এবং ফুলেল শুভেচ্ছা জানান । এ সময় সিডসেল ব্লেকেনকে নগরভবনের বঙ্গবন্ধু কর্ণার ঘুরে দেখান মেয়র। এ সময় মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শহীদ কামারুজ্জামানসহ চার জাতীয় নেতার সম্পর্কে বিভিন্ন তথ্যমেয়র তুলে ধরেন । পরে মেয়র দপ্তরে তাঁরা মতবিনিময়ে মিলিত হন।

এ সময় মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহী কৃষিপ্রধান অঞ্চল। এ অঞ্চলে তেমন শিল্পপ্রতিষ্ঠান গড়ে ওঠেনি। আমি রাজশাহীর মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে চাই। সরকার রাজশাহীতে এতোমধ্যে তিনটি শিল্পাঞ্চল অনুমোদন দিয়েছে। আমার পরিকল্পনা রাজশাহীতে শতাধিক গার্মেন্ট-শিল্প গড়ে তোলার। এজন্য নরওয়ের বিনিয়োগকারীদের বিনিয়োগের অনুরোধ করছি।

মত বিনিময়কালে বাংলাদেশে নিযুক্ত নরওয়ে রাষ্ট্রদূত সিডসেল ব্লেকেন বলেন, এটি আমার প্রথম রাজশাহী সফর। ক্লিনসিটি-গ্রিনসিটি রাজশাহী দেখে অভিভূত হয়েছি। তিনি বলেন নরওয়ে এবং বাংলাদেশের বন্ধুত্ব দীর্ঘদিনের। নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড সিটির অনেক মানুষ রাজশাহী সর্ম্পকে জানে। আগামীতে আমাদের পারস্পারিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে। আমরা রাজশাহীর উন্নয়নে পাশে থাকবো।

সৌজন্য সাক্ষাৎকালে নরওয়ে প্রতিনিধি দলে ছিলেন টর এনব্রেস টরহাগ, মারিয়া টরহাগ, পোন্ট্রাস, ব্রেজহেগেন, ডেগ ভিগসহ রাজশাহী ক্রিস্ট্রিয়ান ফ্রেন্ডশীপ কমিটির সদস্যবৃন্দ।

এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইমলাম বাবু, প্যানেল মেয়র-২ ও ওয়ার্ড কাউন্সিলর রজব আলীসহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ, সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা আজাহার আলী, সচিব রেজাউল করিম, প্রধান প্রকৌশলী আশরাফুল হক, প্রধান রাজস্ব কর্মকর্তা শাহানা আখতার জাহান, নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন ডলারসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে মেয়র খায়রুজ্জামান লিটন বাংলাদেশে নিযুক্ত নরওয়ে রাষ্ট্রদূত সিডসেল ব্লেকেন এবং প্রতিনিধি দলের সদস্যদের শুভেচ্ছা উপহার প্রদান করেন ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *