নাচোলে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

রাজশাহী লীড

নাচোল প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০১৯ পালিত হয়েছে। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দল, উপজেলা প্রশাসন ও নাচোল থানাপুলিশের পক্ষ থেকে নাচোল সরকারি কলেজ চত্বরের শহীদ মিনারে বুধবার দিবাগত রাত ১২.০১মিনিটে পুস্পস্তবক অর্পণ করা হয়। সকালে পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রভাত ফেরি শেষে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে।

বৃহস্পতিবার (২১.০২.২০১৯) উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানার সভাপতিত্বে আলোচনাসভা ও বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আলোচনাসভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, নাচোল সরকারি কলেজের ভারপ্রাপ্ত কর্মকর্তা (অধ্যক্ষ) হাফিজুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মতিউর রহমান, নাচোল থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহম্মদ ও নাচোল প্রেসক্লাবের সভাপতি অলিউল হক ডলার।

পরে বিষয় ভিত্তিক চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও উপস্থিত বক্তৃতায় প্রতিযোগী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *