নাটোরের বাগাতিপাড়ায় বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

রাজশাহী

আল-আফতাব খান সুইট, নাটোর: নাটোরের বাগাতিপাড়ায় জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে।  এ উপলক্ষে শনিবার ১৫ আগস্ট সকালে উপজেলা প্রশাসন, বিভিন্ন সরকারি-বেসরকারি  প্রতিষ্ঠান, ইসলামি ফাউন্ডেশন, এনজিও সহ রাজনৈতিক দলগুলো দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করেছে।

কর্মসূচির মধ্যে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়। সকাল ৯ টায় উপজেলা চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নাটোর-১ আসনের সাংসদ শহিদুল ইসলাম বকুল, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মডেল থানা, উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলী, যুবলীগ সহ বিভিন্ন সংগঠন। সেখানে নিহতদের আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নিরবতা শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

পরে উপজেলা শিল্পকলা একাডেমি হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দেবী পাল এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী, মহিলা ভাইস চেয়ারম্যান খোদিজা বেগম শাপলা, বীর মুক্তিযোদ্ধা শ্যমল কুমার রায়, কৃষি অফিসার মোমরেজ আলী, মডেল থানার পুলিশ অফিসার মনিরুল ইসলাম, নাটোরে জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইউনুস আলী, উপজেলা আওয়ামীলীগের সভা নেত্রী ও জেলা পরিষদের মহিলা সদস্য ফরিদা পারভিন প্রমুখ।

আলোচনা শেষে উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে ইসলামী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত খতমে কোরআন ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি অহিদুল ইসলাম গকুল ইসলামী ফাউন্ডেশন এর সকল শিক্ষক ও ইমামদের এ উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ মসজিদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনার জন্য আহবান করেন।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *