প্রেস বিজ্ঞপ্তি:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাণী প্রদান করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বাণীতে তিনি উল্লেখ করেছেন, বাঙালি হিন্দু সম্প্রদায়ের সর্ব বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব। আমি হিন্দু ভাই-বোনদের শারদীয় উৎসবের আন্তরিক শুভেচ্ছা জানাই।
শারদীয় দুর্গোৎসব আমাদের সম্প্রীতিকে আরো গভীরে পৌঁছে দেয়। মহামায়া দুর্গার অসুর বধ মানুষকে যাবতীয় কুপ্রবৃত্তিকে প্রতিরোধ করার জ্ঞান দান করে এবং সৌহার্দ্য সম্পর্ক স্থাপনের মাধ্যমে শান্তিময় বিশ্বের পথে উৎসাহিত করে। দুর্গোৎসবের মঙ্গলালোকে সবার জীবন ধন্য হোক।