বিশিষ্ট সাংবাদিক রাহাত খান সমাহিত হবেন বুদ্ধিজীবী কবরস্থানে

গণমাধ্যম লীড

স্বদেশ বাণী ডেস্ক: জাতীয় প্রেস ক্লাবে নামাজে জানাজা শেষে বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হবে বিশিষ্ট সাংবাদিক রাহাত খানের মরদেহ। শনিবার (২৯ আগস্ট) বেলা ১১টার দিকে এ কথা জানান তার স্ত্রী অপর্ণা খান।

তিনি জাগো নিউজকে বলেন, ‘এখন মরদেহ জাতীয় প্রেস ক্লাবে আনা হয়েছে। নামাজে জানাজা শেষে সরাসরি বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। এর আগে শুক্রবার রাতে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাহাত খান।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে হৃদরোগ, কিডনি, ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন রাহাত খান। করোনাকালে জটিল চিকিৎসা প্রক্রিয়া হওয়ায় তার সার্জারি করা যাচ্ছিল না বলে বাসাতেই অবস্থান করছিলেন গুণী এই সাংবাদিক।

রাহাত খান বাংলাদেশের খ্যাতিমান একজন কথাশিল্পীও। ছোটগল্প ও উপন্যাস উভয় শাখাতেই তার ছিল অবাধ বিচরণ। সাংবাদিক হিসেবেও রাহাত খানের অবদান উল্লেখযোগ্য।

ষাটের দশক থেকে দৈনিক ইত্তেফাক পত্রিকায় কর্মরত ছিলেন। পত্রিকাটির সম্পাদকের দায়িত্বও পালন করেন তিনি। সূত্র: জাগো নিউজ।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *