বাঘা প্রতিনিধি:
মৎস্য অধিদপ্তরের নিষেধ থাকা সত্ত্বেও প্রজনন মৌসুমে পদ্মায় ইলিশ মাছ ধরার অপরাধে, রাজশাহীর বাঘায় ১২হাজার ২০ মিটার জাল ও ৮ কেজি ডিমওয়ালা ইলিশ মাছ জব্দ করেছে মৎস্য অধিদপ্তর। মঙ্গলবার (১৬-১০-১৮) দুপুর ২টা পর্যন্ত উপজেলার আলাইপুর,চকরাজাপুর,মানিকের চর ও চৌমাদিয়া এলাকার পদ্মায় অভিযান চালিয়ে জাল ও মাছ জব্দ করেন উপজেলা মৎস্য অফিসার আমিরুল ইসলাম। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ আলাইপুর বিজিবি একটি দল অভিযানে ছিলেন। অভিযানের খবর পেয়ে পালিয়ে যায় অসাধু অনেক জেলেরা।
আমিরুল ইসলাম জানান,জালগুলো কিশোরপুর এলাকায় জনসন্মুখে পুড়িয়ে ফেলা হয়েছে আর মাছগুলো গরীবদের মাঝে বিতরন করা হয়েছে। এর আগে ৭অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত ৬লক্ষ ৭০ হাজার টাকা মূল্যের ৩৩ হাজার ৫’শ মিটার জাল,৫৭ কেজি মাছ ও ১টি নৌকা আটক করেছেন। নিষিদ্ধ সময় ২৮ অক্টোবর পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই মৎস্য অফিসার।