প্রেস বিজ্ঞপ্তি:
জেলা পরিষদ পরিচালিত রাজশাহী ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সার্ভে ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত দুই শিক্ষকের আনুতোষিকের অর্থ বুঝিয়ে দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার তার দপ্তরে এ দুই শিক্ষকের হাতে আনুতোষিকের চেক হস্তান্তর করেন।
অবসরপ্রাপ্ত দুই শিক্ষক হলেন, আনোয়ার জাহিদ ও নারায়ণ চন্দ্র কর্মকার। এদের মধ্যে আনোয়ার জাহিদ ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং নারায়ণ চন্দ্র ক্রাফট ইনস্ট্রাক্টর (ক্লাম্বিং) ছিলেন। ২০১৭ সালে তারা অবসর নেন। আনোয়ার জাহিদের হাতে আনুতোষিকের ৩৭ লাখ ৮৪ হাজার এবং নারায়ণ চন্দ্রের হাতে ১৭ লাখ ১০ হাজার ৪০০ টাকার চেক তুলে দেন জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার।
এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব, সদস্য আসাদুজ্জামান মাসুদ, আবু জাফর প্রামানিক, সংরক্ষিত নারী ওয়ার্ডের সদস্য রাবিয়া খাতুন সীমা, হিসাবরক্ষক খন্দকার আফজালুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।