বাঘা প্রতিনিধি:
বার্ধক্যজনিত কারণে বীর মুক্তিযোদ্ধা মো.নজিম উদ্দিন নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি…রাজিউন)। সোমবার সকাল ১১টায় দিঘা পুকুরপাড়া জামে মসজিদ মাঠে রাষ্ট্রীয় সন্মাননা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়েছে।
জানাজায় উপস্থিত ছিলেন বাঘা উপজেলার নির্বাহি অফিসার শাহিন রেজা, বিনা প্রতিদ্বদ্বিতায় সদ্য নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. লায়েব উদ্দিন লাভলু , অফিসার ইনচার্জ (ওসি) মহসীন আলী,সাবেক পৌরসভার মেয়র আক্কাছ আলী,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল খালেক,বাউসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান শফিকসহ সমাজের শ্রেণী পেশার মানুষ।
রোববার সন্ধ্যা ৬টা ৫মিনিটে বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের দিঘা পুকুরপাড়া গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫। মৃত্যুকালে স্ত্রী, ৫ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।