স্টাফ রিপোর্টার: রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে নতুন পরিচালনা পর্ষদ এসেছে। ২০ সদস্যের এই পর্ষদের সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। গত ২৩ ফেব্রুয়ারি নির্বাচন বোর্ডের সদস্য জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিসান বিন মাজেদ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।
২০১৯-২০ ও ২০২০-২১ মেয়াদের দ্বিবার্ষিক এই পরিচালনা পর্ষদে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান মনি। তিনি আগের কমিটিতেও এ পদে ছিলেন। এবার সহ-সভাপতি হয়েছেন মাসুদুর রহমান রিংকু ও নাসিমুল গণি খান টোটন। সোমবার রাজশাহী চেম্বারের সচিব গোলাম জাকির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পরিচালনা পর্ষদের ১৭ জন পরিচালক হলেন, ফরিদ উদ্দিন, শাহাদৎ হোসেন বাবু, তানজিলুর রহমান, তৌরিদ আল মাসুদ, সাদরুল ইসলাম, ড. ফয়সাল কবির চৌধুরী, শেখ মো. রেজাউর রহমান দুলাল, রিয়াজ আহমেদ খান, এবিএম হাবিবুল্লাহ ডলার, বজলুর রহমান, হারুন-উর-রশীদ, আবদুল গাফফার, সুলতান মাহমুদ সুমন, মাসুম সরকার, আসাদুজ্জামান রবি, মুনজুর রহমান পিটার ও এসএম আইয়ুব।