চারঘাট প্রতিনিধি: নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম ভোট গ্রহণ কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেছেন, সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে নির্ভয়ে দায়িত্ব পালন করুন। কাজ করবেন আইন ও বিধি অনুযায়ী। সরকার কোন হস্তক্ষেপ করবেনা।
মঙ্গলবার বিকালে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নির্বাচন কমিশনার আরও বলেন, গ্রহণযোগ্য ও আইনানুগভাবে দায়িত্ব পালন করুন। অদৃশ্য শক্তি হিসেবে নির্বাচন কমিশন আপনাদের সাথে রয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মুহম্মদ নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক এস এম আব্দুল কাদের, জেলা পুলিশ সুপার শহিদুল্লাহ বিপিএম, পিপিএম, আঞ্চলিক নির্বাচন অফিসার ফরিদুল ইসলাম, সিনিয়র জেলা নির্বাচন অফিসার সাইফুল ইসলাম, মডেল থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম ও উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ রবিউল আলম। প্রশিক্ষণ কর্মশালায় প্রিজাইডিং ৫২ জন, সহকারী প্রিজাইডিং ৪শ ৮জন ও পোলিং ৮শ ৫৬জন মোট ১ হাজার ২৭৬ জন নির্বাচনী কর্মকর্তা অংশ গ্রহণ করেন।