নানা সুবিধা নিয়ে বাজারে এলো ভিভো ওয়াই-২০

তথ্যপ্রযুক্তি লীড

স্বদেশ বাণী ডেস্ক: অনলাইন গেমিং ও মুভি স্ট্রিমিংয়ে নিরবচ্ছিন্ন সুবিধা দিতে দেশের বাজারে নতুন স্মার্টফোন নিয়ে এসেছে বহুজাতিক চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান ভিভো।

নতুন ভিভো ওয়াই২০ স্মার্টফোনটির দাম পড়বে ১৪ হাজার ৯৯০ টাকা। ফোনটি অবশিডিয়ান ব্ল্যাক ও নেবুলা ব্লু এ দুটি রঙে পাওয়া যাবে।

সেরা পারফরম্যান্সের জন্য ভিভো ওয়াই২০ তে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৬০ এর পাশাপাশি ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। অত্যাধুনিক প্রযুক্তির কারণে এক চার্জেই ১৬ ঘণ্টা পর্যন্ত মুভি স্ট্রিমিং ও টানা ১১ ঘণ্টা পর্যন্ত অনলাইন গেইম খেলার সুবিধাও পাওয়া যাবে।

বুধবার বাংলাদেশি গ্রাহকদের জন্য বাজারে ছাড়া ভিভো ওয়াই২০ স্মার্টফোনের ৬.৫১ ইঞ্চির ডিসপ্লেতে আই প্রোটেকশান মোড যুক্ত করেছে ভিভো।

এছাড়া ভিভো ওয়াই২০ ফোনে আলট্রা গেমিং মোড যুক্ত করায় ব্যবহারকারীরা স্মার্টফোনটিতে প্রো স্ট্যান্ডার্ড গেমিং অভিজ্ঞতা পাবেন। এছাড়া এতে ব্যবহার করা সাইড ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি ০.২২ সেকেন্ডে অনস্ক্রিন এবং ০.৩৭ সেকেন্ডে অফস্ক্রিন আনলক করতে সক্ষম।

স্মার্টফোনটির র‌্যাম ৪ জিবি ও রম ৬৪ জিবি রয়েছে যা ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ভিভো ওয়াই২০ ফোনের সামনে ৮ মেগাপিক্সেলের একটি এবং পেছনে ১৩, ২ ও ২ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা রয়েছে। সূত্র: পূর্বপশ্চিমবিডি।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *