প্রেস রিলিজ:
আজ বুধবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ৩৯ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-০৯ জন, রাজপাড়া থানা-০৪ জন, চন্দ্রিমা থানা-০৪ জন, মতিহার থানা-০৪ জন, কাটাখালি থানা-০২ জন, বেলপুকুর থানা-০৩ জন, শাহমখদুম থানা-০১ জন, পবা থানা-০২ জন, কাশিয়াডাঙ্গা থানা-০৭ জন, কর্ণহার থানা-০১ জন, দামকুড়া থানা-০১ জন ও ডিবি পুলিশ-০১ জনকে আটক করে। যার মধ্যে ১৩ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ১৩ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
বোয়ালিয়া মডেল থানা পুলিশ(১)মোঃ একরামুল হক খোকনকে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করে, (২)শ্রী আকাশ দাসকে ৪৪ পিস ইয়াবাসহ আটক করে। রাজপাড়া থানা পুলিশ(১)মোঃ সাইদুর রহমান সাহিদ@আমিনুল ইসলাম শহিদ(৩৪) কে ২৫ গ্রাম গাঁজাসহ আটক করে। কাটাখালি থানা পুলিশ(১)মোঃ মোখলেছুর রহমান(৩৯) কে ২০০ পিস ইয়াবাসহ আটক করে। বেলপুকুর থানা পুলিশ(১)মোঃ মখলেছ(৪৫) কে ০৮ পিস ইয়াবাসহ আটক করে। শাহমখদুম থানা পুলিশ(১)মোঃ সুমন(৩৭) কে ২০ পিস ইয়াবাসহ আটক করে। কাশিয়াডাঙ্গা থানা পুলিশ(১)মোসাঃ নাদিরা বেগম(৪৫) কে ০৭ পিস ইয়াবাসহ আটক করে, (২)মোঃ রইচ উদ্দিন রিতু(৫৫), (২)মোছাঃ জরিনা বেগম(৪৮), (৩)মোঃ সাব্বির হোসেন(২৫), (৪)মোঃ ওয়াদুদ হোসেন(১৯) দেরকে ৩৬০ পিস ইয়াবা ও ১৪৭ পিস ইনজেকশনসহ আটক করে। দামকুড়া থানা পুলিশ(১)মোঃ সাহিন হোসেন(৩৫) কে ১৫ পিস ইয়াবাসহ আটক করে ও ডিবি পুলিশ(১)মোঃ ইকবাল হোসেন(২৩) কে ৪০ পিস ইয়াবাসহ আটক করে।
আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।