প্রেস বিজ্ঞপ্তি:
ফ্রিল্যান্সার এ্যাসোসিয়োশন অফ বাংলাদেশ, রাজশাহী এর উদ্দ্যেগে “বাংলাদেশের প্রথম স্মার্ট সিটি হিসেবে রাজশাহীকে দেখতে চাই” এই বিষয়ে আজ সন্ধ্যা ৭ ঘটিকায় ডেক্সটপ আইটিতে এক আলোচনা সাভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন মোঃ মাহামুদ হাসান খান চৌধুরী, সভাপতি, ফ্রিল্যান্সার এ্যাসোসিয়োশন অফ বাংলাদেশ, রাজশাহী, সভাটি সঞ্চালনা করেন, ফ্রিল্যান্সার এ্যাসোসিয়োশন অফ বাংলাদেশ, রাজশাহী এর সাধারণ সম্পাদক, ইমরান এইচ সাগর উক্ত সভায় বিষেশ অধিতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আশরাফ সিদ্দিকি নুর, মেম্বার বাংলাদেশ কম্পিউটার সমিতি, রাজশাহী।
আরো উপস্থিত ছিলেন সহ- সভাপতি খাজা খালেদ লিজার সাংগঠনিক সম্পাদক গোলাম ইহতেসাম, দপ্তর সম্পাদক কাউছার আহমাদ। সভাতে রাজশাহীর প্রায় ২৫টি আইটি প্রতিষ্ঠানের মালিক ও ফ্রিলান্সারগণ আলোচ্য বিষয়ের উপর মতবিনিময় করেন।