করোনায় সেবা ও সহায়তা কার্যক্রমে প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তি বিষয়ক সভা অনুষ্ঠিত

রাজশাহী

স্টাফ রিপোর্টার: প্রাণঘাতী নোভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) সুরক্ষা বিষয়ে সচেতনতা, সেবা ও সহায়তা কার্যক্রমে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি বিষয়ে অভিজ্ঞতা বিনিময় ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বেলা ১১ টার দিকে নওদাপাড়াস্থ পিএসএস’র সভাকক্ষে প্রতিবন্ধী স্বনির্ভর সংস্থার উদ্যোগে, লাইট ফর দ্যা ওয়ার্ল্ড ও এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

সভায় রাজশাহী সিটি কর্পোরেশনের ৬টি ওর্য়াডের কাউন্সিলরবৃন্দ, সচিব, ব্যাংক কর্মকর্তা, ডিপিও সদস্যবৃন্দ, সাংবাদিক, এবং এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশের রাজশাহী প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা করোনাকালীন মহামারীতে প্রতিবন্ধী ব্যক্তিদের অসুবিধার কথা উল্লেখ করে সহমর্মিতা প্রকাশ করেন। এছাড়াও করোনাকালীন লকডাউনের সময় প্রতিবন্ধী ব্যক্তিদের রাজশাহী সিটি কর্পোরেশনে পক্ষ থেকে খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছিলো এবং ভবিষ্যতে আরো সহযোাগিতার আশ্বাস প্রদান করেন।

করোনা ভাইরাস হতে সুরক্ষার জন্য ঘনঘন হাত ধোয়ার উপর বিশেষভাবে গুরুত্বরারোপ করেন। প্রতিবন্ধী স্বনির্ভর সংস্থার সভাপতি মমিনুল ইসলাম সকলকে শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *