রাজশাহীতে ২৪ ঘণ্টায় ২৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিভাগের আট জেলার মধ্যে পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় ২৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে রাজশাহীতে কোনো করোনা আক্রান্ত রোগি মারা যায়নি। এছাড়াও গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৬৩ জন।

মঙ্গলবার সকাল পর্যন্ত এ বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ২২০ জনে। এ বিভাগে এখন পর্যন্ত মারা গেছেন ৩০৮ জন এবং সুস্থ্য হয়েছেন ১৮ হাজার ৪০৮ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৫ হাজার ২৮৪ জন। দুপুরে এক প্রতিবেদনে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তারের পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য এ তথ্য জানিয়েছেন।

ডা. গোপেন্দ্র নাথ জানান, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের মধ্যে রাজশাহীতে ৮ জন, নওগাঁয় ১ জন, নাটোরে ২ জন, বগুড়ায় ১৪ জন ও সিরাজগঞ্জে ১ জন। কিন্তু এ দিন চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট ও পাবনায় কোনো করোনা রোগি শনাক্ত হয়নি।

তিনি জানান, রাজশাহী বিভাগে এ পর্যন্ত করোনা আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ বগুড়ায় ৭ হাজার ৭০৩ জন। এছাড়াও রাজশাহীতে ৪ হাজার ৯৯৩ জন, চাঁপাইনবাবগঞ্জে ৭৮১ জন, নওগাঁয় ১ হাজার ৩০৪ জন, নাটোরে ১ হাজার ১০ জন, জয়পুরহাটে ১ হাজার ৯৭ জন, সিরাজগঞ্জে ২ হাজার ১৮১ জন ও পাবনায় ১ হাজার ১৫১ জনের করোনা শনাক্ত হয়েছে।

তিনি বলেন, সরকারি হিসেবে এ পর্যন্ত বিভাগের আট জেলায় মৃতের সংখ্যা ৩০৮ জন। এর মধ্যে রাজশাহীতে ৪৫ জন, চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, নওগাঁয় ২১ জন, নাটোরে ১২ জন, জয়পুরহাটে ৭ জন, বগুড়ায় ১৮৬ জন, সিরাজগঞ্জে ১৩ জন ও পাবনায় ১০ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।

এ পর্যন্ত রাজশাহী বিভাগে সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১৮ হাজার ৪০৮ জন করোনা আক্রান্ত রোগি। এর মধ্যে রাজশাহীতে ৪ হাজার ৭২১, চাঁপাইনবাবগঞ্জে ৭৪৩ জন, নওগাঁয় ১ হাজার ২২৫ জন, নাটোরে ৮৬৬ জন, জয়পুরহাটে ১ হাজার ৪১ জন, বগুড়ায় ৬ হাজার ৮৪২ জন, সিরাজগঞ্জ ১ হাজার ৯২৭ জন ও পাবনায় ১ হাজার ৪৩ জন।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *