রাজশাহীতে বিজিবি’র অভিযানে ১২ টি স্বর্ণের বার উদ্ধার, আটক- ৩

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে বিজিবি’র অভিযানে ০৩ (তিন) জন আসামীসহ ৮১,৬০,০০০/- (একাশি লক্ষ ষাট হাজার) টাকা মূল্যমানের ১২ (বার) টি স্বর্ণের বার (প্রতিটির ওজন-১১৬.৬৪ গ্রাম করে) মোট ০১ কেজি ৩৯৯.৬৮ গ্রাম স্বর্ণের বার উদ্ধার।

বর্ডার গার্ড বাংলাদেশ, রাজশাহী ব্যাটালিয়ন (১বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ, পিএসসি গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

১। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অদ্য ১৪ অক্টোবর ২০২০ তারিখ আনুমানিক ০৩০০ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর উপ-অধিনায়ক বিএ-৬৬৮৫ মেজর মোঃ জাকারিয়া আজম, পিএসসি এর নেতৃত্বে ব্যাটালিয়ন সদর হতে একটি বিশেষ টহল দল বের হয়। উক্ত টহল দল আনুমানিক ০৫০০ ঘটিকায় রাজশাহী বেলপুকুর চেকপোষ্টে ঢাকা হতে চাঁপাইনবাবগঞ্জ গামী যাত্রীবাহী বাস গ্রামীণ ট্রাভেলস্ (ঢাকা মেট্রো-ব-১৫-৬৫৮২) তল্লাশী করে মোঃ আলাল (৪৫), পিতা-মৃত লাল মিয়া, গ্রাম-চৌহাট, পোষ্ট-চৌহাট, থানা-ধামরাই, জেলা-ঢাকা এর পায়ের চামড়ার স্যান্ডেলের ভিতর হতে ১২ (বার) টি স্বর্ণের বার (প্রতিটির ওজন-১১৬.৬৪ গ্রাম করে) মোট ০১ কেজি ৩৯৯.৬৮ গ্রাম উদ্ধার করে। ধৃত আসামীর তথ্যের ভিত্তিতে টহল দল টি প্রথমে চাঁপাইনবাবগঞ্জ বিশ্বরোড থেকে পাচারের সাথে জড়িত আসামি শ্রী সুব্র কর্মকার (২৭), পিতা-শ্রী বাদল কর্মকার, গ্রাম-নয়ন চুকা কামারপাড়া, পোষ্ট-নমোশংকর বাটি,থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ এবং পরবর্তীতে মহানন্দা ব্রিজের নিচ থেকে আরেক জন আসামি মিলন হালদার (২৮), পিতা-শ্রী দিনেশ হালদার, গ্রাম-বার ঘড়িয়া হালদারপাড়া, পোষ্ট-চাঁপাইনবাবগঞ্জ ,থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে আটক করা হয়। উল্লেখিত স্বর্ণের বারের কোন বৈধ কাগজপত্র না থাকায় বর্ণিত ব্যক্তিদেরকে সরকারী শুল্ক ফাঁকি দিয়ে স্বর্ণ চোরাচালানের দায়ে আটক করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বারগুলি বাংলাদেশ জুয়েলার্স সমিতি, রাজশাহী শাখা কর্তৃক যাচাইয়ান্তে প্রতিটি স্বর্ণের বার ২৪ ক্যারেটের স্বর্ণ বলে নিশ্চিত করেন । উদ্ধারকৃত স্বর্ণের আনুমনিক সিজার ৮১,৬০,০০০/- (একাশি লক্ষ ষাট হাজার) টাকা। এছাড়াও উক্ত তিন জন আসামীর নিকট হতে হিরো গ্লামার মোটর সাইকেল (১০০ সিসি) ০১টি, মোবাইল ফোন ০৬ টি, সীম কার্ড (গ্রামীণ ফোন) ০৬টি, রুপার চেইন (১.৯ ভরি) ০১টি, হাত ঘড়ি (সান্দা) ০১টি , স্যান্ডেল ০১ টি এবং নগদ টাকা ১১,৭৯৫/- উদ্ধার করা হয়। সর্বমোট সিজার মূল্য ৮৩,৫১,৭৪৫/- (তিরাশি লক্ষ একান্ন হাজার সাতশত পঁয়তাল্লিশ) টাকা। ধৃত আসামীদেরকে বেলপুকুর থানায় হস্তান্তর এবং স্বর্ণের বার জেলা প্রশাসক, রাজশাহী এর ট্রেজারী শাখায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *