দেশে করোনায় আরও ১৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৫২৭

জাতীয় লীড

স্বদেশ বাণী ডেস্ক: দেশে করোনাভাইরাসে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১ হাজার ৫২৭ জন। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন করে ১৫ জনের মৃত্যু নিয়ে এ পর্যন্ত বৈশ্বিক মহামারীতে দেশে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৬২৩ জনে। আর আক্রান্ত বেড়ে দাঁড়াল ৩ লাখ ৮৬ হাজার ৮৬ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে– গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৫৭৭ নতুন পরীক্ষা করা হয়েছে।

আক্রান্তদের মধ্যে নতুন করে ১ হাজার ৫০৯ জন সুস্থ হয়ে উঠেছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৭৩৮ জন।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

গত বছরের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের উপদ্রব শুরু হয়। এটি বর্তমানে বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ১১ মার্চ কোভিড ১৯-কে বৈশ্বিক মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সূত্র: যুগান্তর।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *