তানোরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্মম নির্যাতন

রাজশাহী

তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরে মাসিন্দা সইপাড়া গ্রামে যৌতুকের টাকার জন্য এক ব্যক্তি তার স্ত্রীর শরীরের বিভিন্ন স্থানে সিগারেটের ছ্যাঁকা দিয়ে নির্মম নির্যাতন করেছেন। এ ঘটনায় পুলিশ তোতা মিয়া (২৪) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। আর তার স্ত্রী ফাতেমা বিবিকে (২৩) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে।

গ্রেপ্তার তোতা মিয়া মাসিন্দা সইপাড়া গ্রামের রহমত আলীর ছেলে। পেশায় তিনি একটি দোকানের কর্মচারী। ফাতেমা বিবির বাবার বাড়ি রাজশাহীর গোদাগাড়ী পৌরভার মহিষালবাড়ি মহল্লায়। প্রায় সাত বছর আগে তোতা মিয়ার সঙ্গে ফাতেমার বিয়ে হয়েছে। তখন থেকেই বাবার বাড়ি থেকে যৌতুকের টাকা এনে দিতে স্ত্রীকে নির্যাতন চালিয়ে আসতেন তোতা।

তানোর থানার অফিসার ইনর্চাজ (ওসি) রাকিবুল হাসান বলেন, ৫০ হাজার টাকা যৌতুকের দাবিতে তোতা তার স্ত্রীকে নির্যাতন চালিয়ে আসতেন। গত শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে তোতা আবারও তার স্ত্রীকে নির্যাতন শুরু করেন। জলন্ত সিগারেটের ছ্যাঁকা দিয়ে শরীরের বিভিন্ন অংশ ঝলসে দেয়া হয়। এছাড়া মারপিট করে তাকে জখম করা হয়।
পরে নির্যাতনের শিকার ফাতেমা বিবি থানায় আসেন। তার শরীরে নির্যাতনের চিহ্ন দেখে সঙ্গে সঙ্গেই মামলা রেকর্ড করা হয়। এরপর তাকে চিকিৎসার জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়। পরে রোববার অভিযুক্ত তোতা মিয়াকে গ্রেপ্তার করা হয়। এ দিনই তাকে আইনী প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

 

 

 

স্ব: বা/ না

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *