বাঘা প্রতিনিধি :
রাজশাহীর বাঘায় বিএনপিকর্মী মওদুদ আহম্মেদ মধু ও মাদকের সংগে জড়িত থাকার অপরাধে আরো দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মওদুদ আহম্মেদ মধু উপজেলার মীরগঞ্জ ভানুকর এলাকার মহির উদ্দীনের ছেলে। চলতি বছরের সেপ্টেম্বর মাসের ১ তারিখে নাশকতার অভিযোগে দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
অপর ২ জনের ১জন নাটোরের বাগাতিপাড়া থানার হিজলী গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে রনি আহম্মেদকে ৫৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ আরেকজন বাঘা উপজেলার চন্ডিপুর গ্রামের সিদ্দিক আলীর ছেলে রাকিবুল ইসলাম রতনকে মাদকদ্রব্য সেবন করে গণউপদ্রব সৃষ্টির অভিযোগে গ্রেফতার করা হয়। শুক্রবার (১৯-১০-২০১৮) রাতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মহসীন আলী জানান, শনিবার তিনজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।