বাগাতিপাড়া প্রতিনিধি:
মানুষের ভালোবাসা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন নাটোরের বাগাতিপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বিপুল ভোটে বিজয়ী আব্দুল হাদী। গত রবিবার রাতে বেসরকারিভাবে ফলাফল ঘোষণার পর থেকেই বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ আব্দুল হাদীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে তার বাড়িতে ভিড় করছেন। সেই সঙ্গে চলছে কুশল বিনিময় ও ফটোসেশন।তারি ধারাবাহিকতায় সোমবার রাতে উপজেলার গালিমপুর মোড়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্থানীয় সমর্থকরা।
ভাইস চেয়ারম্যান পদে বাংলাদেশের ওয়ার্কাস পার্টির প্রার্থী আব্দুল হাদী ২৬ হাজার ২৭১ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দী আমানুল্লাহ আমান টিউবয়েল প্রতীকে পেয়েছেন ১০ হাজার ১৩১ ভোট।