স্টাফ রিপোর্টার: রাজশাহীতে চতুর্থবারের মতো শুরু হলো ওমেরা মাস্টার্স ক্রিকেট কার্নিভাল (এমসিসি) টি-টোয়েন্টি টুর্নামেন্ট। শুক্রবার সকালে রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম আবদুল কাদের।
এ সময় বিশেষ অতিথি হিসেবে জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট ও রাজশাহীর কাঁকনহাট পৌরসভার মেয়র আবদুল মজিদ উপস্থিত ছিলেন। এবারও গ্রুপ লিগ প্রদ্ধিতিতে মোট ৮টি দল নিয়ে শুরু হয়েছে প্রতিযোগিতা।
দলগুলো হলো, ফাইটার রাজশাহী, রাজশাহী বুলস, বরেন্দ্র হিরোজ, কিংস ইলেভেন সিল্কসিটি, পদ্মা ওয়ারিয়ার্স, নর্থদান টাইটান, রাজশাহী চ্যালেঞ্জার ও ব্লেজিং বরেন্দ্র।