অবসরের ঘোষণা দিলেন মাসচেরানো

খেলাধুলা

স্বদেশ বাণী ডেস্ক: সব ধরনের ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বার্সেলোনা ও লিভারপুলের সাবেক মিডফিল্ডার জেভিয়ার মাসচেরানো। ৩৬ বছর বয়সী এই মিডফিল্ডার বার্সেলোনা ছাড়ার পর সর্বশেষ আর্জেন্টিনায় তার নিজ শহর এস্তাদিয়ানতেসের হয়ে খেলছিলেন।

বার্সেলোনায় আট বছরের সফল ক্যারিয়ারে মাসচেরানো দুটি চ্যাম্পিয়ন্স লিগ ও পাঁচটি লা লিগা শিরোপা জিতেছেন।

অবসর প্রসঙ্গে মাসচেরানো বলেছেন, ‘পেশাদার ক্যারিয়ার থেকে আমি আজ অবসরের ঘোষণা দিচ্ছি। আর্জেন্টিনার হয়ে ক্যারিয়ার শেষ করার সুযোগ দেবার জন্য আমি এই ক্লাবটির প্রতি কৃতজ্ঞ। তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই।’

আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ১৪৭টি ম্যাচ খেলেছেন মাসচেরানো। আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটের হয়ে তিনি পেশাদার ক্যারিয়ার শুরু করেছিলেন। ২০০৬ ও ২০০৭ মৌসুমে তিনি ওয়েস্ট হ্যামের হয়ে খেলেছেন। এরপর লিভারপুলে যোগ দেন। ২০০৭ সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে এসি মিলানের কাছে পরাজিত লিভারপুলের দলের অন্যতম নির্ভরযোগ্য সদস্য ছিলেন।

চাইনিজ ক্লাব হেবেই চায়না ফরচুনের হয়ে খেলার আগে ২০১০-২০১৮ সাল পর্যন্ত মাসচেরানো বার্সেলোনার হয়ে খেলেছেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *