মধ্যপ্রাচ্যে ফের বি-৫২ বোমারু বিমান মোতায়েন আমেরিকার

আন্তর্জাতিক

স্বদেশ বাণী ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্র আবারো মধ্যপ্রাচ্যে বি-৫২ এইচ স্ট্রাটোফোরট্রেস বোমারু বিমান মোতায়েন করেছে। ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংঘাত বাড়াতে পারেন বলে আশঙ্কা যখন জোরদার হয়েছে তখন মার্কিন বাহিনী মধ্যপ্রাচ্যে এই বিমান মোতায়েন করল।

আমেরিকার নর্থ ড্যাকোটার একটি বিমানঘাঁটি থেকে দুটি বোমারু বিমান মধ্যপ্রাচ্যে পাঠানো হয় এবং এসব বিমান গতকাল (শনিবার) মধ্যপ্রাচ্যে টহল দিয়েছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে দাবি করেছে, স্বল্প সময়ে এই মিশন পরিচালনা করা হয়েছে এবং এর উদ্দেশ্য হচ্ছে আগ্রাসন প্রতিরোধ ও মার্কিন মিত্রদেরকে আশ্বস্ত করা।

বিবৃতিতে বলা হয়েছে, এই মিশনের মধ্যদিয়ে এ কথা প্রমাণ করা হয়েছে যে, স্বল্পসময়ের নোটিশে মার্কিন বাহিনী বিশ্বের যেকোনো জায়গায় বিমান শক্তি মোতায়েন করার ক্ষমতা রাখে। এই মিশনের মাধ্যমে বিমানের ক্রুরা মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুট ও কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেমের সঙ্গে পরিচিত হয়ে উঠবেন এবং তারা যে কোনো হুমকি নস্যাৎ করার সক্ষমতা অর্জন করবেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *