তথ্যবিবরণী:
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার দুই দিনের সরকারি সফরে আগামীকাল শনিবার বিমানযোগে রাজশাহী আসবেন।
সফরসূচি মতে মন্ত্রী আগামীকাল শনিবার রাজশাহী হাইটেক পার্ক পরিদর্শন করবেন। দুপুরে তিনি নাটোর যাবেন এবং নাটোরের সিংড়া থানার ১৫০ বছরপূর্তি উপলক্ষে র্যালি ও পরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন। বিকেলে মন্ত্রী বগুড়া যাবেন এবং বগুড়া করতোয়া মাল্টিমিডিয়া কলেজে ডিজিটাল শিক্ষা সেমিনার ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। রাতে মন্ত্রী বগুড়া সার্টিক হাউসে রাত্রি যাপন করবেন।
পরদিন রবিবার দশ টায় মন্ত্রী বগুড়া করতোয়া মাল্টিমিডিয়া কলেজের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন। বিকেলে তিনি ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০১৯ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগদান করবেন।
এ দিনই মন্ত্রী ঢাকার উদ্দেশে বগুড়া ত্যাগ করবেন।