বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় মাদক সেবনের আপরাধে ৮ জনকে আটক করে পুলিশ। শুক্রবার রাতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
থানা সুত্রে জানায় , মাদক বিরোধী আন্দোলনের অংশ হিসাবে শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বাঘা থানা পুলিশ। সেই অভিযানে ইয়াবা,গাঁজা এবং ফেন্সিডিল সেবনের অপরাধে ৮ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলো- পাবনা জেলার চক কল্যান গ্রামের শরিফ এবং কৌশিক, বাঘার আলাইপুর গ্রামের হাফিজুল ও সাগর, কেশবপুর গ্রামের সিদ্দিক ও কামাল এবং হাবাসপুর গ্রামের উজ্জল হোসেন ও রাহিদুল ইসলাম।
বাঘা থানা অফিসার (ওসি) মহাসীন আলী জানান,আটককৃতদের নামে পৃথক দু’টি অভিযোগ দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।