স্বদেশ বাণী ডেস্ক: আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে ভারি বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরো অনেকে। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার বরাত দিয়ে শনিবার বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে।
খবরে বলা হয়, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গত বৃহস্পতিবার থেকে শুরু প্রবল বৃষ্টিপাতে আকস্মিক বন্যার কবলে পড়ে দেশটির ৭ টি প্রদেশ।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র হাসমত বাহাদুরি বলেন, বন্যায় ফারায়ুব প্রদেশে ১২ জন এবং পশ্চিমাঞ্চলীয় হেরাতে ১০ জনের মৃত্যু ঘটেছে। বাগদিস প্রদেশে ৮ জন এবং বালখ প্রদেশে ৫জনের প্রাণহানি ঘটেছে এ বন্যায়।
তিনি আরো বলেন, বন্যায় এখনও ১২ জন নিখোঁজ রয়েছে। এছাড়া এতে অন্তত ৩ হাজার বাড়ি ধ্বংস হয়েছে এবং আরো অন্তত ৭০০ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।