বাঘা প্রতিনিধি :
রাজশাহীর বাঘায় সাড়ে ৪’শ পিচ ইয়াবা-সহ ফিরোজ এবং আশিক নামে দুই যুবককে আটক করেছে পুলিশ। রোববার (৩১-০৩-১৯) সন্ধ্যার আগে উপজেলার বিনোদপুর সাজির বটতলা থেকে তাদের আটক করা হয়। নাটোর জেলার বাগাতি পাড়া সদর উপজেলার বাসিন্দা ফিরোজ উদ্দীন জয়নাল আবেদিনের ছেলে ও আশিক হোসেন একই উপজেলার কৃষ্ণপুর গ্রামের ইউসুব আলীর ছেলে।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) মহাসীন আলী জানান, রোববার সন্ধ্যা সোয়া ৬ টার সময় সীমান্ত এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট নিয়ে মোটরসাইকেল যোগে নিজ এলাকায় যাচ্ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে এ.এস.আই মাকসুদ সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের আটক করে ইয়াবা ট্যাবটেসহ মোটরসাইকেল জব্দ করে। আটককৃত দুই জনের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।