স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন, ৩০ সেকেন্ডের আন্দোলনে টর্নেডোর মতো সরকার পতন করা হবে। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ে সামনে বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন।
রাজশাহী মহানগর ও জেলা যুবদলের আয়োজনে বেগম খালেদা জিয়ার সু-চিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মিনু আরও বলেন, সরকার জনগণের সঙ্গে ধোকা দিয়ে ক্ষমতায় আছে। জনগণের আন্দোলনে এই সরকারের পতন হবে।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন, যুগ্মসাধারণ সম্পাদক ওয়ালীউল হক রানা, যুবদল নেতা আবুল কালাম আজাদ সুইটসহ নগর ও জেলা যুবদলের নেতৃবৃন্দ।