নাটোর সুগার মিলের ট্রলির ধাক্কায় ঢাবি ছাত্রসহ দুইজন আহত

রাজশাহী
নাটোর প্রতিনিধিঃ নাটোরের বাগাতিপাড়ায় নাটোর সুগার মিলের ট্রলির ধাক্কায় শিমুল পারভেজ নামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রসহ দুইজন আহত হয়েছেন।
গতরাত পৌনে আটটার দিকে বাগাতিপাড়া-নাটোর সোজা সড়কের বিলগোপালহাটি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। আহত ঢাবি ছাত্র শিমুল পারভেজ বাগাতিপাড়া উপজেলার স্বরুপপুর গ্রামের আব্দুস সালামের ছেলে এবং মোহন আলী একই গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শি সূত্রে জানা যায়, মোটরসাইকেলে থাকা ঢাবি ছাত্র শিমুল পারভেজ বিপরীত দিক থেকে আশা নাটোর সুগার মিলের আখ বহনের ট্রলির পিছনের বগির সাথে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে মাথায় আঘাত পান। এবং অপরজন কিছুটা আহত হয়। সেখান থেকে এলাকাবাসী তাদের উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতালে নেন। পরে মাথার আঘাত গুরুতর হওয়ায় স্বজনরা উন্নত চিকিৎসার জন্য শিমুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেন। তারা আরও জানায়, শিমুলের মাথায় হেলমেট থাকায় প্রাণে বেঁচে গিয়েছেন। আর তাদের দুইজনের চিকিৎসার খরচ সুগার মিল কতৃপক্ষ বহন করবে এমন আশ্বাসে ট্রলিটি ছেড়েদেন এলাকাবাসী।
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *