প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশ বিলবোর্ড ওনার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দের সঙ্গে বিজ্ঞাপন কর বিষয়ে রাসিকের রাজস্ব বিভাগের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে নগরভবনের মিনি কনফারেন্স কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু।
সভায় রাসিকের সাবেক দায়িত্ব প্রাপ্ত মেয়র ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম, ২২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টেকন, ২নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম, ২নং সংরক্ষিত আসনের কাউন্সিলর আয়েশা খাতুন, ৯নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মোসাঃ লাইলী বেগম, প্রধান রাজস্ব কর্মকর্তা শাহানা আখতার জাহান, বাংলাদেশ বিলবোর্ড ওনার্স এসোসিয়েশনের সভাপতি মোঃ রাশেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক কাজী মাহবুব আলম, অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে সালাহউদ্দিন আহমেদ, মোঃ লোকমান হোসেন, তরিকুল ইসলাম, মির্জা রকিবুল হাসান, মিঠু, সিরাজুল ইসলাম, খলিলুর রহমান, রাসিকের রাজস্ব কর্মকর্তা আবু সাঈদ মোঃ নূর-ঈ-সাঈদ, সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) আহমেদ আল মঈন পরাগ, ট্যাক্সেশন কর্মকর্তা (লাইসেন্স) সারোয়ার হোসেন খোকন, ব্যবসা পরিদর্শকসহ রাজস্ব বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।