বৈশ্বিক সংকটকালেও দেশের অভিবাসন খাত চাঙ্গা রেখেছে শেখ হাসিনা  

রাজশাহী লীড
নাটোর প্রতিনিধিঃ “মুজিববর্ষের আহবান, দক্ষ হয়ে বিদেশ যান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বাগাতিপাড়ায় আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা পরিষদের বড়াল সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দেবী পাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১ (বাগাতিপাড়া-লালপুর) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসলাম গকুল, সহকারী কমিশনার (ভুমি) নিশাত আনজুম অনন্যা, এস.আই তারেক বিন খালিদ, বীর মুক্তিযোদ্ধা শ্যামল কুমার রায় প্রমুখ
আলোচনা সভায় শহিদুল ইসলাম বকুল বলেন, যারা বিদেশে যেতে ইচ্ছুক তাদেরকে অবশ্যই দক্ষ হয়ে গড়ে উঠতে হবে। তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কিছু প্রশিক্ষণের ব্যবস্থা আছে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই কার্যক্রমগুলো শুরু হয়ে যাবে।তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষতা নিশ্চিতের মাধ্যমে যুগোপযোগি অভিবাসন প্রক্রিয়ার ব্যাপারে গুরুত্বারোপ করছেন। বৈশ্বিক সংকটকালেও দেশের অভিবাসন খাত চাঙ্গা রয়েছে। আগামীতে বিদেশের শ্রমবাজার দখলের জন্য গমনেচ্ছু ভাই-বোনদের আরো বেশি দক্ষতা অর্জন করতে হবে। এতে কাঙ্খিত সুনাম অর্জনের সাথে বাংলাদেশের রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পাবে।
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *