তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে ভূমি উন্নয়ন সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন মেলা উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে এ উপলক্ষে একটি র্যালি উপজেলা থেকে বের হয়ে তানোর বাজারে গুরত্বপূর্ণ সড়ক পদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।
তানোর উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মোঃ গোলাম রাব্বীর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলার স্থানীয় সরকারের উপপরিচালক পারভেজ রায়হান।
এছাড়াও উপস্থিত ছিলেন তানোর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) আব্দুল্যাহ আল মামুন, তানোর সরকারী একে সরকার ডিগ্রী কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান মৃধা,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল ওয়াহাব, যুব উন্নয়ন কর্মকর্তা খালেকুজ্জামান,
পানিসম্পদ কর্মকর্তা আবদুল মজিদ, মাধ্যমিক অফিসার আমিরুল ইসলাম, কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম, সমাজ সেবা অফিসার মতিনুর রহমানসহ উপজেলার সকল কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধানরা।