আগামীকাল রাজশাহীর পুঠিয়া ও কাটাখালি পৌরসভা নির্বাচন

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পুঠিয়া ও কাটাখালি পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ আগামীকাল সোমবার। ইতিমধ্যেই ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন অফিস। তবে সকল প্রকার প্রচার প্রচারণা শেষ হচ্ছে । ভোট গ্রহণের নয়টি কেন্দ্রের মধ্যে ইতিমধ্যে চারটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করেছেন নির্বাচন অফিস ও আইন শৃংখলা বাহিনীর সদস্যরা। ভোট কেন্দ্রের শৃংখলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশের পাশাপাশি থাকবেন র‌্যাব, আনসার ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা মোতায়েন থাকবে। এছাড়া নয়টি কেন্দ্রেই সার্বক্ষনিক থাকবেন নয়জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

উপজেলা নির্বাচন কর্মকর্তা জয়নুল আবেদীন বলেন, নিয়ম অনুসারে আগামি শনিবার মধ্য রাত থেকে নির্বাচনীর সকল প্রচার-প্রচারণা শেষ । আর ওই রাত থেকেই নির্বাচনী এলাকায় তদারকিতে র‌্যাব ও থানা পুলিশের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেগণের ভ্রাম্যমান আদালত মাঠে কাজ করছে। এবার প্রতিটি কেন্দ্রেই ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আগামীকাল সকাল ৮টা থেকে টানা বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে।

এ ব্যাপারে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খালেদ হোসেন বলেন, আসন্ন পৌরসভা নির্বাচনে আইন শৃংখলা বজায় রাখতে আমাদের থানা পুলিশের পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। এছাড়া নির্বাচনী এলাকায় আমাদের তিনটি মোবাইল টীম টহলে থাকবেন। পাশাপাশি ভোট কেন্দ্রে র‌্যাব-আনসার সদস্যসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা সার্বক্ষনিক তদারকি করবেন। আর আমাদের তথ্য মতে নয়টি ভোট কেন্দ্রের মধ্যে চারটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করেছি।

উল্লেখ্য, গত ২২ নভেম্বর প্রথম ধাপে পুঠিয়া পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন। সে মোতাবেক আগামী ২৮ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৩ জন প্রার্থী। এরা হচ্ছেন আ’লীগ সমর্থিত নৌকা প্রতিকে মেয়র রবিউল ইসলাম রবি, বিএনপির ধানের শীর্ষে আল মামুন ও স্বতন্ত্রপ্রার্থী গোলাম আজম নয়ন। এছাড়া সংরক্ষতি মহিলা কাউন্সিলর পদে ৮ জন ও কাউন্সিলর পদে মোট ৩৬ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন। এবার পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৬৩৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ১৬০ জন ও মহিলা ভোটার ৮ হাজার ৪৭৩ জন।

এদিকে, রাজশাহীর কাটাখালি পৌরসভায় এবার আ’লীগের নৌকা প্রতীকে দলীয় প্রার্থী রয়েছেন আব্বাস আলী, বিএনপির সিরাজুল হক ও জামায়াত নেতা স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক মাজিদুর রহমান। ইতিমধ্যেই সকল প্রচার-প্রচারণা শেষ হয়েছে। নির্বাচনে ভোট গ্রহণের সকল প্রস্তুতি শেষ করেছে নির্বাচন অফিস। ৯টি কেন্দ্রের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

 

 

 

স্ব:বা/না

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *