বাগমারার হাটগাঙ্গোপাড়া উচ্চবিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের ক্লাস বর্জন ও আন্দলোনের হুশিয়ারি

লীড শিক্ষা

বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া উচ্চবিদ্যালয়ে রবিবার সকল ৯টাই ছাত্র/ছাত্রীরা  শিক্ষক নিয়োগের দাবিতে ক্লাস বর্জন করেন। গত বছরের নভেম্বর মাসের ১৪ তারিখে হাটগাঙ্গোপাড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলামের চাকুরীর বয়স শেষ হয়েছে।নিয়ম অনুযায়ী ৩মাসের মধ্যে শুন্য পদ পুরনের কথা থাকলে ও দীর্ঘ ৫মাস অতিবাহিত হলেও তা পুরন করা হয় নাই।

এবিষয়ে অত্র বিদ্যালয়ের ১০শ্রেনীর ছাত্র আতিকুর রহমান,শাকিবুল ইসলাম,মাহফুজুর রহমান, শামিম রেজা,ও ইমন আলীর সাথে কথা বললে তারা বলেন আমরা আমাদের অভিভাবক ও শুধীজনদের কাছ থেকে জানতে পেরেছি যে আমাদের প্রতিষ্ঠানে বাহির থেকে এনে প্রধান শিক্ষক নিয়োগ দেওয়ার চেষ্টা চলচ্ছেন কে কা কাহারা, আমাদের প্রতিষ্ঠানে দীর্ঘ চার বছর ধরে ইংরেজী কোন শিক্ষক নেই। এবং প্রধান শিক্ষকের পদ ও বর্তমানে খালি রয়েছে এবং এ পদে বাহির থেকে কোন শিক্ষক না এনে প্রতিষ্ঠানের উন্নয়নের স্বার্থে যাতে প্রতিষ্ঠান থেকেই প্রধান শিক্ষক অতি অল্প সময়ের মধ্যে নিয়োগ করে শুন্য পদ পুরন করার দাবিতে আজ আমরা সকল ছাত্র/ ছাত্রী ক্লাস বর্জন করি।আমরা আজ ক্লাস বর্জনের পূর্বে ভার প্রাপ্ত প্রধান শিক্ষকের নিকট এসব বিষয়ে দরখাস্ত দিয়েছিলাম,তাতেও কোন সমাধান না আসাই আজ আমরা এ সিদ্ধান্ত নিয়েছি।

  নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষক ও ম্যানেজিং কমেটির অভিভাবক সদস্যরা বলেন ছাত্রদের দাবি আসলেই যৌক্তিক।এবিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল ইসলামের সাথে কথা বললে তিনি বলেন সব সমাধানই পর্যায়ক্রমে হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *