আ’লীগকে সক্রিয় করতে সঠিক যোগ্য নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে- এমপি বকুল 

রাজশাহী
আল-আফতাব খান সুইট নাটোর প্রতিনিধিঃ নাটোরের লালপুর উপজেলার ৯নং অর্জনপুর বরমহাটি (এবি) ইউনিয়ন আওয়ামিলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে নাটোর ১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল বলেন, বিএনপি জামাতের পাশাপাশি আওয়ামীলীগের সাইনবোর্ডধারী কিছু মানুষ বঙ্গবন্ধুর আ’লীগকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আ’লীগকে ধংশ করতে পায়তারা করছে। তাদেরকে প্রতিহত করতে হলে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার আ’লীগকে সক্রিয় করতে সঠিক যোগ্য নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে।
মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর আদর্শে যারা এই বাংলাদেশকে ভালোবাসে তাদেরকে অবশ্যই যোগ্য ব্যাক্তির হতে নেতৃত্ব তুলে দিতে হবে এবং তাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার আঙ্গারীপাড়া মাদ্রাসা মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
এবি ইউনিয়ন আওয়ামিলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কাদেরের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা আ’লীগের সহ-সভাপতি বাছের আলী খান, আজবার আলী, এসকেন্দার মির্জা, আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ স ম মাহমুদুল হক মুকুল, গোলাম কাউসার, এ‍্যাডভোকেট আলাউদ্দিন আলাল, যুগ্ম সাংগঠনিক সম্পাদক খাইরুল বাসার ভাদু, সহ-দপ্তর সম্পাদক শফিউল আলম, আলহাজ্ব শামীম আহমেদ সাগর, সাবেক সহ সম্পাদক কেন্দ্রীয় উপ কমিটি বাংলাদেশ আ’লীগ, মিজানুর রহমান মিন্টু, চেয়ারম্যান বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদ ও সভাপতি লালপুর উপজেলা আওয়ামী যুবলীগ, আমিনুল ইসলাম জয় চেয়ারম্যান ঈশ্বরদী ইউনিয়ন পরিষদ ও সভাপতি ঈশ্বরদী ইউনিয়ন আ’লীগ, তৌহিদুল ইসলাম বাঘা যুগ্ম -সাধারণ সম্পাদক নাটোর জেলা তাঁতীলীগ,
উপজেলা তাঁতীলীগের সভাপতি ইউনুস আলী প্রামানিক প্রমুখ।
আলোচনা সভা শেষে ওই ইউনিয়ন আ’লীগের পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কাদের। পরে অর্জুন বরমহাটি (এবি) ইউনিয়ন আওয়ামিলীগের সম্মেলনে নাম প্রস্তাবের মাধ্যমে সর্বসম্মতিক্রমে আব্দুল কাদের সভাপতি এবং গোলাম মোস্তফা আসলামকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।পরে ৬৯ সদস্য বিশিষ্ট ইউনিয়ন আওয়ামিলীগের কমিটি ঘোষণা করা হয় এবং শেষে নব নির্বাচিত কমিটির সকলকে শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি সাংসদ বকুল।
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *