সম্মাননা-২০২১ পেলেন বাগাতিপাড়ার ওসি “নাজমুল”

রাজশাহী
আল-আফতাব খান সুইট, নাটোর: নাটোরের বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক আইন শৃংখলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ সম্মাননা পেয়েছেন। বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটি নামের একটি সংগঠন তাকে এ সম্মাননা প্রদান করেছে। সম্প্রতি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্মাননা-২০২১ নামের এ পদক ও সনদপত্র ডাকযোগে তিনি হাতে পেয়েছেন।
শুক্রবার এ তথ্য নিশ্চিত করে ওসি নাজমুল হক জানান, ঢাকার শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে এ সম্মাননা প্রদানের কথা থাকলেও সেখানে উপস্থিত হতে না পারায় তাকে ডাকযোগে এ সম্মাননা পদক ও সনদপত্র পাঠানো হয়েছে। ওই পদকে আইন শৃংখলা রক্ষায় বিশেষ অবদান রাখায় তাকে এ সম্মানে ভূষিত করা হয়েছে বলে উল্ল্যেখ করা হয়েছে।  নাজমুল হক জানান, তিনি ইন্সপেক্টর হিসেবে পদোন্নতির পর গত বছরের ৮ মে অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে বাগাতিপাড়া মডেল থানায় যোগদান করেন।
এর আগে ২০০৪ সালে তিনি সাব ইন্সপেক্টর হিসেবে নাটোরেই কর্মজীবন শুরু করেন। এরপর ২০১৩ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি লাভ করেন। এদিকে ওসি হিসেবে বাগাতিপাড়া থানায় যোগদানের পর থেকেই তিনি মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থান নেন। তিনি মনে করেন, মাদকই বেশিরভাগ অপরাধের জন্মদাতা। তিনি যোগদানের পর এপর্যন্ত তার থানায় মোট ১৮২ টি মামলার মধ্যে ১৩০ টিই মাদকের মামলা হয়েছে বলে তিনি জানিয়েছেন। তার পদকপ্রাপ্তিতে স্থানীয় সুশীল সমাজের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।
স্ব.বা/বা
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *