ভারতে করোনায় নতুন আক্রান্ত প্রায় ২ লাখ ৬০ হাজার

আন্তর্জাতিক

স্বদেশবাণী ডেস্ক: ভারতে করোনা সংক্রমণ প্রতিনিয়তই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ২ লাখ ৫৯ হাজার ১৭০ ব্যক্তি নতুন করে কোভিড -১৯ ভাইরাসে সংক্রমিত হয়েছে, ফলে এ নিয়ে আক্রান্তের মোট সংখ্যা ১ কোটি ৫৩ লাখ ২১ হাজার ৮৯- এ পৌঁছেছে এবং চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২০-লাখ ছাড়িয়ে গেছে।

ভারতে কেন্দ্রিয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া মঙ্গলবারের সর্বশেষ সকাল আটটায় হালনাগাদ করা তথ্যে দেখা গেছে, প্রতিদিনের নতুন প্রাণহানি রেকর্ড সংখ্যক ১ হাজার ৭৬১ জনে পৌছায় মোর্ট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৮০ হাজার ৫৩০ জনে।

৭ আগস্ট, ভারতের কোভিড -১৯ আক্রান্তের সংখ্যা ২০-লক্ষ ছাড়িয়ে যায়, ২৩ আগস্ট ৩০ লাখ, ৫ সেপ্টেম্বর ৪০ লাখ এবং ১৬ সেপ্টেম্বর ৫০ লাখ, ২৮ শে সেপ্টেম্বর, এটি ৬০ লাখ ছাড়িয়ে গেছে, ১১ অক্টোবর ৭০ লাখ এবং ২৯ অক্টোবর ৮০ লাখ ছাড়িয়ে যায়, ২০ নভেম্বর ৯০ লাখ এবং ১৯ ডিসেম্বর এক কোটি ছাড়িয়ে যায়।

আইসিএমআর-এর তথ্যানুসারে, ১৯ এপ্রিল পর্যন্ত ২৬ কোটি ৯৪ লাখ ১৪ হাজার ৩৫টি নমুনা পরীক্ষা করা হয়েেেছ।

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *