ভারতের কোভিড হাসপাতালে আগুন, মৃত্যু ১৮

আন্তর্জাতিক

স্বদেশবাণী ডেস্ক: ভারতের গুজরাটের ভরুচে একটি কোভিড হাসপাতালে আগুন লেগে কমপক্ষে ১৮ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (৩০ এপ্রিল) মধ্যরাতে আগুন লাগে ওই হাসপাতালে। ভরুচের পুলিশ সুপার রাজেন্দ্রসিন চুরাসামা জানিয়েছে, ‘আগুন এবং আগুনের ধোঁয়া ছড়িয়ে পড়ায় মৃত্যু হয়েছে ওই রোগীদের।’

ভরুচ-জামবুসা হাইওয়েতে রয়েছে ওই কোভিড হাসপাতালটি। আগুন লাগার সময় চারতলা ওই হাসপাতালে মোট ৭০ জন করোনা রোগী ভর্তি ছিলেন। তাদের মধ্যে ২৪ জন ছিলেন আইসিইউতে। আগুন লাগার পর ওই এলাকার স্থানীয়রা এবং দমকলকর্মীরা মিলে রোগীদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যান।

রাত ১টা নাগাদ হাসপাতালের এক তলায় আগুন লাগে তারপর ছড়িয়ে পড়ে সেই আগুন। ঘণ্টাখানেকের মধ্যেই দমকলবাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানা গেছে।

পুলিশ সুপার রাজেন্দ্রসিন চুরাসামা বলেছেন, ‘আজ শনিবার সকাল সাড়ে ৬টায় জানা গেছে ১৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১২ জনের মৃত্যু হয়েছে আগুন লাগার সময়ই। বাকি ৬ জনের মৃত্যু আগুনের জেরে হয়েছে না অন্য হাসপাতালে স্থানান্তরিত করার সময় হয়েছে, সে ব্যাপারে এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।

কী ভাবে ওই হাসপাতালে আগুন লাগল সে ব্যাপারেও এখনও কিছু জানা যায়নি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *