বাংলাদেশ মিউজিশিয়ানস্ ফাউন্ডেশন রাজশাহী জেলা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

রাজশাহী লীড

স্বদেশ বাণী ডেস্ক: বাংলাদেশ মিউজিশিয়ানস্ ফাউন্ডেশন রাজশাহী জেলা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন আজ শুক্রবার (২১ জুন) বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে শুরু হয় ভোটগ্রহন।

রাজশাহী জেলা মিউজিশিয়ানস্ সংঘের সর্বশেষ তালিকা থেকে জানা যায়, ২ বছর মেয়াদী এবারের নির্বাচনে ১১ টি পদের মধ্যে ৩টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।মোট ৬ জন প্রার্থী এই নির্বাচনে অংশ নিয়েছেন। সেখান থেকে প্রাপ্ত ভোটে নির্বাচিত হন ৩ জন।বাকী ০৭টি পদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয় এবং ১টি পদ শূন্য থাকে। দুপুর ৩টা থেকে সন্ধা ৬টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিহীন ভাবে চলে ভোটগ্রহন।নির্বাচনে ৯৫ জন ভোটারের মধ্যে ৮৬জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

প্রধান নির্বাচন কমিশনার আব্দুল খালেক (ছানা) বলেন, ‘খুবই উৎসবমুখর পরিবেশে সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে। এক কথায়, ওয়ান্ডারফুল।বৃষ্টি উপেক্ষা করে কিছু ভোটার আসতে পারেননি।

নির্বাচিতরা হলেন,
সাধারন সম্পাদক পদে মো: রেজাওয়ানুল হুদা খন্দকার (রুবেল),সাংগঠনিক সম্পাদক পদে মো:রিয়াজউদ্দিন রিয়াজ, দপ্তর সম্পাদক পদে গাউসুল আজম হৃদয়।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন,
সভাপতি পদে শফি মোহাম্মদ লেলিন,সহ-সভাপতি পদে শফিউল আলম রিপন, যুগ্ম-সাধারন সম্পাদক পদে মো: সাদিকুল ইসলাম মাসুদ, অর্থ বিষয়ক সম্পাদক পদে মো: মোখলেসুর রহমান রাসেল, প্রচার সম্পাদক পদে শ্রী তাপস রায়, সমাজসেবা বিষয়ক সম্পাদক পদে শ্রী বৌদ্দনাথ, ক্রিড়া বিষয়ক সম্পাদক পদে শ্রী প্রমেশ, এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদটি শূন্য আছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *