বাঘায় প্যানেল মেয়র পিন্টুর শাড়ি-লুঙ্গি বিতরণ

রাজশাহী

বাঘা প্রতিনিধি: এবাররে ঈদরে আনন্দ ভাগাভাগি করতে বাঘা পৌরসভার ৯ টি ওর্য়াডরে ৩হাজার দরদ্রিদের মাঝে শাড়ি-লুঙ্গিসহ নগদ টাকা বিতরণ করেছেন বাঘা পৌরসভার প্যানেল মেয়র শাহনিুর রহমান পিন্টু। এর মধ্যে ছিল শাড়ি ১২০২ পিচ,লুঙ্গি ৮০০ পিচ। সোমবার (১০-৫-২০২১) নিজের র্অথায়নে শাড়ি ও লুঙ্গী বিতরণ করছেনে। এছাড়াও নগদ র্অথও বিতরণ করছেনে। এ সময় উপস্থতি ছিলেন প্যানেল মেয়রের সহধর্মিনী সমাজ সেবীকা ফজীলা বেগম, পিতা মসলমে উদ্দীন, ভাই ফয়সাল আহম্দে তুহিন, সুজন মাহমুদ প্রমুখ।

 

শাহনিুর রহমান পিন্টু বলেন, পবিত্র ঈদুল ফিতরের দিনে কেউ যেন আনন্দ থেকে বঞ্চিত না হন এ কথা চিন্তা করে আমি কিছু নতুন কাপড় উপহার দিয়েছি। আগামীতেও ভালো কাজের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

এদিকে শাড়ি- পাওয়া খদেজা বেগম ও লুঙ্গী পাওয়া রহিম উদ্দীন খুশির সাথে অভিমত ব্যক্ত করে বলেন, আর যাই হোক, ঈদরে দিনে একটি নতুন কাপড় পরতে পারবো।সবাই যদি পন্টিু ভাইয়ের মতো সাহায্যরে হাত বাড়িয়ে দিতো তাহলে সমাজের অস্বচ্ছল মানুষ গুলোর দুঃখ লাঘব হতো। তার এই উদ্যোগকে তারা সাধুবাদ জানান এবং তাঁর জন্য দোয়া করনে।

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *