অধস্তন আদালতে ১৬৮৮ মামলার নিস্পত্তি

জাতীয়

স্বদেশবাণী ডেস্ক:  সারাদেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে গতকাল ১৭ মে ১ হাজার ৬শ’ ৮৮টি ফৌজদারি মামলায় ভার্চুয়াল শুনানিতে জামিন-দরখাস্ত নিষ্পত্তি হয়েছে। সুপ্রিমকোর্টের মুখপাত্র ও বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান আজ এ তথ্য জানান।

তিনি বলেন, এর মধ্যে জামিন পেয়ে ৮৪৭ জন হাজতী অভিযুক্ত ব্যক্তি জামিন প্রাপ্ত হয়ে কারাগার হতে মুক্ত হয়েছেন।

সুপ্রিমকোর্ট মুখপাত্র জানান, গত ১২ এপ্রিল দ্বিতীয় দফায় ভার্চুয়াল আদালত শুরু হওয়ার পর গতকাল ১৭ মে পর্যন্ত মোট ২৩ কার্যদিবসে সারাদেশে অধঃস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ৭৬,১১৬ টি মামলায় জামিনের দরখাস্ত ভার্চুয়াল শুনানির মাধ্যমে নিষ্পত্তি হয়। এবং মোট ৪০ হাজার ৮শ’ ৫১জন হাজতী ব্যক্তি জামিনপ্রাপ্ত হয়ে কারাগার মুক্ত হতে হয়েছেন।

এরমধ্যে এই ২৩ কার্যদিবসে ভার্চুয়াল আদালতের মাধ্যমে মোট জামিনপ্রাপ্ত শিশুর সংখ্যা ৫৩৫ জন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *