নাটোরে গাছ থেকে গোপাল ভোগ আম নামানো শুরু

রাজশাহী লীড
আল-আফতাব খান সুইট, নাটোর প্রতিনিধিঃ নাটোরে গোপাল ভোগ জাতের আম গাছ থেকে নামানোর মধ্যে দিয়ে শুরু হয়েছে আম সংগ্রহ ও বাজারজাত করন। শুক্রবার (২১ মে) দুপুরে বাগাতিপাড়া উপজেলার পাঁকা ইউনিয়নের সালাইনগর এলাকায় একটি বাগানের গাছ থেকে আম সংগ্রহের উদ্বোধন করেন নাটোরের জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ।
এসময় জেলা প্রশাসক বলেন, নিরাপদ আম আহরনের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আম পরিবহনের জন্য ডাক বিভাগের কুরিয়ার সার্ভিস এবং ম্যাংঙ্গ স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া অপরিপক্ক আম পাড়া কেউ যেন বাজারজাত করতে না পারে সেজন্য বাগানগুলো নজরদারী রাখা হয়েছে। এসময় কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক সুব্রত কুমার সরকার, বাগাতিপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ওহিদুল ইসলাম গকুল, উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াঙ্কা দেবি পাল, উপজেলা কৃষি অফিসার মোমরেজ আলী সহ আম বাগান মালিক উপস্থিত ছিলেন।
জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক সুব্রত কুমার সরকার জানান, চলতি বছর নাটোর জেলায় ৫হাজার ৮৫৭ হেক্টর জমিতে ১৩টি জাতের আমের উৎপাদন হয়েছে। এতে ৮০হাজার মেট্রিক টন আম উৎপাদন হবে বলে তিনি আশাবাদি।
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *