কেশবপুরে মৎস্য ঘের নিয়ে বিরোধ,১৪৪ ধারা জারি

জাতীয়

এস আর সাঈদ, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে মৎস্য ঘের নিয়ে বিরোধে শান্তি শৃঙ্খলা ভঙ্গের আশংকায় আদালত ১৪৪ ধারা জারী করেছেন।

যশোর জেলা অতিরিক্ত ম্যাজিট্রেট আদালতে মামলা সূত্রে জানাগেছে, কেশবপুর উপজেলার বুড়িহাটি গ্রামের পুটিমারি বিলে ১২২ শতক জমি একই গ্রামের আসাদুল ইসলামের পূত্র রিপন সরদার ২০২০ সালে একই গ্রামের নোয়াবআলী সরদারের পূত্র লিয়াকত আলী সরদারের নিকট থেকে ৩ বছরের চুক্তিতে লিজ নিয়ে ঘের নির্মাণ করে মৎস্য চাষ করে আসছে।

কিন্তু ঘের মালিক রিপন সরদার লিজের টাকা সময়মত পরিশোধ না করে এবং ঘেরের পাড়ের বিভিন্ন প্রজাতির গাছ মেরে ফেলা লিজের শর্ত ভঙ্গ করেছে। যার ফলে জমির মালিক লিয়াকত আলী সরদার তার ঐ ১২২ শতক জমি রিপন সরদারকে আর লিজ দিতে চাচ্ছেন না। তারপরও রিপন সরদার জোরপূর্বক উক্ত ঘেরে মাছ চাষ করেছে এবং জমির মালিককে বিভিন্ন প্রকার ভয়ভিত্তি সহ হুমকী-ধামকী দিয়ে আসছে।

যার ফলে জমি মালিক লিয়াকত আলী সরদার গত ১৯ মে যশোর জেলা অতিরিক্ত ম্যাজিট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। যার নং পি৫৮৭/২০। বিজ্ঞ আদালত শান্তি শৃঙ্খলা ভঙ্গের আশংকায় উক্ত জমিতে ১৪৪ ধারা জারী করেছেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *