শহীদ কামারুজ্জামানের ৯৬তম জন্মবার্ষিকী উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ, বৃক্ষরোপণ ও আলোকচিত্র প্রদর্শনী

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার:
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান হেনার ৯৬তম জন্মবার্ষিকীতে আজ বুধবার সকালে উপশহর এলাকাস্থ শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান সরকারি ডিগ্রি কলেজে শহীদ কামারুজ্জামানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেছেন তাঁরই সুযোগ্য সন্তান রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। পুষ্পস্তবক অর্পনের পর কলেজ প্রাঙ্গনে বৃক্ষরোপন এবং আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন করেন মেয়র।

বুধবার সকালে শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান সরকারি ডিগ্রি কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে শহীদ কামারুজ্জামানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন মেয়র খায়রুজ্জামান লিটন। পুষ্পস্তর্বক অর্পণের পর মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর কলেজ প্রাঙ্গনে বৃক্ষরোপণ করেন মেয়র লিটন।

বৃক্ষরোপণ শেষে শহীদ কামারুজ্জামানের দুর্লভ ছবিগুলো নিয়ে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন মেয়র। এরপর আলোকচিত্রগুলো ঘুরে দেখেন। এ সময় শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক, ১৪ নং ওয়ার্ড (পূর্ব) আওয়ামী লীগের সভাপতি দরবেশ আলী চিশতি, সাধারণ সম্পাদক তৌকির উদ্দিন খান খালেক প্রমুখ উপস্থিত ছিলেন।#

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *