রাজশাহীতে রোগীর অক্সিজেন নিয়েও জিম্মি করছে ব্যবসায়ীরা

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টারঃ রাজশাহীতে অক্সিজেন সিলিন্ডার রোগীদের নিয়ে জিম্মি করছেন ব্যবসায়ীরা। ঢাকায় যে অক্সিজেন সিলিন্ডিার বিক্রি হচ্ছে ১০ হাজার টাকা দামে, সেটি রাজশাহীতে ১৯ হাজার ৫০০ থেকে ২০ হাজার টাকায় বিক্রি হচ্ছে। আবার ১৫ হাজার টাকার সিলিন্ডার বিক্রি হচ্ছে ৩২ হাজার টাকায়। অন্যদিকে আবার ঢাকায় সিলিন্ডার কিনে নিয়ে আসলে রাজশাহীর ব্যবসায়ীরা সেটি রিভিল করে দিচ্ছেন না। কেবল রাজশাহীর ব্যবসায়ীদের কাছ থেকে অক্সিজেন সিল্ডিার কেনার পরেই সেগুলো রিফিল করে দেওয়া হচ্ছে। এতে করে রাজশাহীর তিন ব্যবসায়ীর কাছে জিম্মি হয়ে পড়েছেন শত শত করোনা আক্রান্ত ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত রোগীরা। এমনকি অতিরিক্ত দামের কারণে অনেক রোগী বাইরে থেকে সিলিন্ডার কিনে নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে চাইলেই সেটি পারছেন না টাকার অভাবে। অপরদিকে হাসপাতালেও পর্যাপ্ত  অক্সিজেন সরবরাহ দেওয়া যাচ্ছে না রোগীদের। এতে করে শ্বাসকষ্টজনিত আক্রান্ত রোগীরা ব্যাপক ভোগান্তির মধ্যে পড়েছেন। এমনকি অক্সিজের অভাবে মৃত্যুর ঘটনাও ঘটছে রোগীর।

রাজশাহীর একজন রোগীর স্বজন আল মামুন  জানান, তাঁর মামার জন্য ঢাকা থেকে একটি অক্সিজেন সিলিন্ডার নিয়ে এসেছিলেন ১০ হাজার টাকা দিয়ে। ওই রোগী হাসপাতালে চিকিৎসা শেষে এখন বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন। কিন্তু বাড়িতেও প্রতিদিনই তাকে অক্সিজেন দিতে হচ্ছে। ঢাকা থেকে আনা অক্সিজেন সিলিন্ডারের অক্সিজেন শেষ হয়ে গেছে গত ১২ জুন। এরপর তিনি নগরীর ঘোষপাড়া ‘স্পেক্ট্রা অক্সিজেন’ দোকানে যান সিলিন্ডারের সিলিন্ডার রিফিল করতে। কিন্তু ওই দোকানের ম্যানেজার সোহেল রানা বলেন, যেখান থেকে সিলিন্ডার কিনেছেন সেখান থেকে রিফিল করে নিতে হবে। আমাদের এখান থেকে কিনলে কেবল আমরা রিফিল করে দিব।’

মামুন জানান, তিনি সেখান থেকে নগরীর লক্ষীপুরের অক্সিজেন সিলিন্ডারের দোকানে যান। কিন্তু তারাও একই কথা বলে মামুনকে ফিরিয়ে দেন। এতে করে তিনি ব্যাপক বিড়ম্বনায় পড়েন। ওদিকে অক্সিজেনের ওভাবে তখন বাড়িতে তার মামা মৃত্যু শয্যায় পাঞ্জা লড়ছিলেন। শেষ-মেশ কিছু টাকা ধার করে তিনি একটি ১০ লিটারের অক্সিজেন সিলিন্ডার ও মাস্ক কিনে নিয়ে নিয়ে ১৯ হাজার ৫০০ টাকা। অথচ ঢাকায় সেটি বিক্রি হচ্ছে সর্বোচ্চ ১০ হাজার ৫০০ টাকায়।

বৃহস্পতিবার দুপুরে রাহাত আলী নামের এক যুবক বলেন, ‘ঢাকায় যে সিলিন্ডার বিক্রি হচ্ছে সর্বোচ্চ ১৫ হাজার টাকা দামে। সেটি রাজশাহীতে বিক্রি হচ্ছে ৩২  হাজার টাকায়। কিন্তু এতো টাকা থাকায় শেষ পর্যন্ত ধার-দেনা করে তিনি তাঁর মায়ের জন্য একটি সিলিন্ডার কিনেছেন ১৯ হাজার ৫০০ টাকা দিয়ে। অথচ ঢাকায় এটির দাম সর্বোচ্চ ১০ হাজার টাকা পড়ছে।’

মজিবুল নামের এক ব্যক্তি বলেন, রাজশাহীর তিন ব্যবসায়ী অক্সিজেন নিয়ে রোগীদের জিম্মি করেছেন। এ কারণে বাধ্য হয়ে তাদের নিকট থেকেই অতিরিক্ত দামে অক্সিজেন কিনতে হচ্ছে।’

এদিকে স্প্যাক্ট্রা অক্সিজেনের ম্যানেজার সোহেল রানা বলেন, ‘এমনিতেই অক্সিজেন সঙ্কট। এ কারণে যারা আমাদের নিকট থেকে অক্সিজেন সহ আগে সিলিন্ডার কিনেছেন, তাদেরকেই আমরা রিফিল করে দিচ্ছি। তবে ঢাকার চেয়ে রাজশাহীতে আনতে গাড়ি ভাড়া বেশি পড়ছে, তাই দামও বেশি এখানে। ফলে রোগীদের জিম্মি করার সুযোগ নাই।’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *