মহানগরীর জলাবদ্ধতা দূরকরণে সংশ্লিষ্টদের নির্দেশনা দিলেন রাসিক মেয়র

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার:  গতকাল রবিবার ভারি বৃষ্টিপাতে রাজশাহী মহানগরীর কিছু এলাকায় সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হয়। মহানগরীর সেই জলাবদ্ধতা সমস্যা দূরকরণে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। সোমবার দুপুরে নগর ভবনে মেয়র দপ্তরকক্ষে আয়োজিত এক সভায় এই নির্দেশনা প্রদান করেন মেয়র। পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় রাসিকের নির্মাণাধীন বিভিন্ন বহুতল ভবনের নির্মাণ কাজের অগ্রগতি পর্যালোচনা নিয়ে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় রাসিকের নির্মাণাধীন ১৬ তলা ‘সিটি সেন্টার’, আটতলা ‘স্বপ্নচূড়া প্লাজা’ ও আটতলা ‘দারুচিনি প্লাজাসহ অন্যান্য ভবন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় মেয়র নির্মাতা প্রতিষ্ঠানকে দ্রæত সময়ের মধ্যেই বহুতল ভবনগুলোর নির্মাণ কাজ শেষ করার তাগিদ দেন।

সভায় রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড সরিফুল ইসলাম বাবু, ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযিম, ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কামরুজ্জামান, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, ইঞ্জিনিয়ারিং এডভাইজার মোঃ আশরাফুল হক, প্রধান প্রকৌশলী শরিফুল ইসলাম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, বহুতল ভবন নির্মাতা প্রতিষ্ঠানের স্বত্ত¡াধিকারী মোঃ শামসুজ্জামান আওয়াল ও ফরিদ উদ্দিন, রাসিকের উপ-সহকারী প্রকৌশলী মীর শাহরিয়ার সুলতান পরাগ প্রমুখ উপস্থিত ছিলেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *