৩০ জুনের মধ্যে রাসিকের পৌরকর পরিশোধ করলে সারচার্জ মওকুফ

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার:  আগামী ৩০ জুনের মধ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের পৌরকর পরিশোধ করলে সারচার্জ মওকুফ করা হবে। মঙ্গলবার রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ-সাইদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘রাজশাহী সিটি কর্পোরেশনের সম্মানিত হোল্ডিং মালিকগণকে জানানো যাচ্ছে, যে সকল করদাতা ৩০ জুন ২০২১ তারিখের মধ্যে বকেয়াসহ হাল সনের সমুদয় পৌরকর পরিশোধ করবেন, তাদের বকেয়া করের উপর আরোপিত সমস্ত সারচার্জ মওকুফ করা হবে এবং হাল পাওনার উপর বিধি মোতাবেক রিবেট প্রদান করে পৌরকর গ্রহণ করা হবে। এছাড়াও ট্রেড লাইসেন্সের হাল ও বকেয়ার উপর সারচার্জ মওকুফ করা হয়েছে এবং যাদের অটো রিক্সা/চার্জার রিক্সা ও চালকের রেজিষ্ট্রেশন আছে তাদেরকে আগামী ৩০শে জুন ২০২১ তারিখের মধ্যে নবায়ন করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো। ৩০ শে জুন ২০২১ তারিখের মধ্যে হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স, অটো রিক্সা, চার্জার রিক্সা এবং চালক লাইসেন্স ফি পরিশোধ করে সারচার্জ মওকুফের সুযোগ গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *