আবারও বিটিভির ঈদ আনন্দমেলা প্রযোজনায় এল রুমা

বিনোদন

স্বদেশবাণী ডেস্ক:  ঈদ উৎসবে বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’ আগামী ঈদেও প্রচার হবে। এখন চলছে অনুষ্ঠানটির চিত্রগ্রহণের কাজ। অল্পসময়ের মধ্যেই এটির নির্মাণকাজ শেষ হবে।

দ্বিতীয়বারের মতো এই দর্শকপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠানটি প্রযোজনা করছেন বিটিভির প্রযোজক এল রুমা। অনুষ্ঠানটি নির্মাণের দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত তিনি।

এ প্রসঙ্গে এল রুমা বলেন, ‘এর আগেও একবার জনপ্রিয় এই অনুষ্ঠানটি প্রযোজনার দায়িত্ব পালন করেছি। সেবারের অভিজ্ঞতা নিয়ে এবারের অনুষ্ঠানটি নির্মাণ করছি। এই অনুষ্ঠানের দর্শক এখনও সবচেয়ে বেশি। তাই কিছুটা মানসিক চাপ তো থাকছেই। নতুনত্বও আসছে এবারের আনন্দমেলায়। সর্বোপরি দর্শক যেন বিনোদিত হয়, সেই বিষয়টি পরিকল্পনায় রেখেই নির্মাণ করছি ম্যাগাজিন অনুষ্ঠানটি। আশা করছি, এবারের আনন্দমেলা ঈদ বাড়িয়ে দেবে দর্শকদের।’

বিটিভিতে এই প্রযোজক নানা ধরনের অনুষ্ঠান নির্মাণ করে প্রশংসিত হয়েছেন। সারা দেশ থেকে ৬১ নারী বাদ্যযন্ত্রী শিল্পীকে নিয়ে অনুষ্ঠান ‘অর্কেস্ট্রা অদ্বিতীয়া’, শাস্ত্রীয় নৃত্যের একমাত্র প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘তারানা’, ছোটদের ছবি আঁকার অনুষ্ঠান ‘হাতে-কলমে’, নৃত্যনাট্য ‘মম চিত্তে নিতি নৃত্যে’, নজরুলসংগীতের অনুষ্ঠান ‘সন্ধ্যা মালতি’, বিষয়ভিত্তিক সংগীতানুষ্ঠান ‘প্রাণে মনে অন্তরে’, পাঁচ কবির গান নিয়ে অনুষ্ঠান ‘পঞ্চ কবির গান’ অনুষ্ঠানগুলোর সফল প্রযোজক তিনি।

এ ছাড়া বিশেষ কিছু নাটক প্রযোজনা করেও প্রশংসা কুড়িয়েছেন এল রুমা। এগুলো হলো রবীন্দ্রনাথ ঠাকুরের ‘রবিবার’, জহির রায়হানের উপন্যাস অবলম্বনে নাটক ‘হারানো অধ্যায়’, শওকত আলীর উপন্যাস অবলম্বনে ধারাবাহিক নাটক ‘সায়ংকাল’।

এ ছাড়া প্রতি মাসেই বিশেষ দিবস উপলক্ষ্যে তথ্যচিত্র নির্মাণের অভিজ্ঞতা আছে তার। ভবিষ্যতেও কাজের ধারাবাহিকতা বজায় রেখে এগিয়ে যেতে চান বিটিভির এ প্রতিশ্রুতিশীল প্রযোজক।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *