অকারণে ঘর ছেড়ে বের হলেই জেল

রাজশাহী

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা প্রশাসন চলমান লকডাউনে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন। এ ঘোষণায় বলা হয়েছে জরুরী প্রয়োজন ছাড়া অকারণে কেউ ঘর থেকে বের হলেই তাকে জেল দেওয়া হবে। শুক্রবার থেকে কঠোর পদক্ষেপ কার্যকর করা হবে।

বৃহস্পতিবার বিকালে শাহজাদপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, মাস্ক না পড়ে বাইরে অকারণে ঘোরাফেরা, দোকান পাট বন্ধ না রাখা, সড়কে যানবহন চলাচলে সরকারি বিধিনিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া জরিমানার পাশাপাশি জেলও দেওয়া হবে।

লকডাউনের প্রথম দিন বৃহস্পতিবার শাহজাদপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে সেনাবাহিনী, পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের টহল দেখা গেছে। এ সময় মাস্ক না পড়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শাহজাদপুর বিসিক রোডের আশা হার্ডওয়ারের কর্মচারী ও মালিককে ৫০০০ টাকা ও ইভা ইলেকট্রনিক্সের মালিককে ২০০০ টাকা জরিমানা করা হয়।

শাহজাদপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাসুদ হোসেন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ ছাড়া পুলিশ ও সেনাবাহিনীর পক্ষ থেকে সবাইকে ঘরে থাকার অনুরোধ জানিয়ে হ্যান্ড মাইকে সতর্ক করে দেওয়া হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *